কিভাবে স্কিন হাইড্রেট এবং টান টান রাখবেন?

কিভাবে স্কিন হাইড্রেট এবং টান টান রাখবেন?

Skin Care

আদ্রতার অভাবে আমাদের চামড়া শুষ্ক হয়ে যায়, ফেঁটে যায়, ত্বকের মধ্যেও খুশকি যায়, চামড়া বুড়িয়ে যায়, ঝুলে যায়, র‍্যাশ হয়, ইত্যাদি অগণিত সমস্যা। ভাবা যজায়,এসবের একমাত্র কারণ পানির অভাব, ডিহাইড্রেশন!! সুতরাং এসকল সমস্যা থেকে আপনার ত্বককে সুস্থজ্জল এবং স্বাস্থ্যজ্জল রাখতে ত্বকে হাইড্রেশন যোগাতে হবে, পানির ঘাটতি কমাতে হবে।
 তাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটা হাইড্রেটিং সিরামের সাথে। যাতে রয়েছে 32% Hyaluronic Acid, Vitamin C এবং Vitamin E.

# Hyaluronic Acid ন্যাচারালিই আমাদের ত্বক, চোখ এবং জয়েন্টস এ থাকে। যার কাজ হচ্ছে আমাদের শরীরের এই অংশগুলো ময়াশ্চার করা। যা স্কিনকে রাখে Smooth এবং বলিরেখার বিরুদ্ধে করে কাজ।
Hyaluronic Acid ত্বকে আদ্র রাখে, ত্বকের শুষ্কতা দূর করে, ফাইনলাইন্স এবং রিংকেলস দূর করে। এর সাথে স্কিনকে ময়েশ্চার এবং ত্বকের মৃত টিস্যুগুলোকে সুস্থভাবে পুনর্জীবিত করে।

# ভিটামিন সি- আমাদের ত্বকে কোলাজেন এবং ইলাস্টিন উৎপন্নর কাজ করে ভিটামিন সি। যা ত্বকের পুরুত্ব বাড়ায় এবং মজবুত রাখে। ত্বকের বার্ধক্য রোধে কাজ করে ভিটামিন সি। ত্বকে লাবন্যতা আর স্মুদ ভাব ফুটিয়ে তোলে ভিটামিন সি।

# ভিটামিন ই- ভিটামিন ই হচ্ছে একটা powerful antioxident যা সূর্যের প্রখর তাপে ক্ষতি হওয়া স্কিনটাকে সুস্থ করার কাজ করে। ত্বকে নারিশমেন্ট যোগানো এবং ড্যামেজ রিপেয়ারের কাজ করে ভিটামিন ই।

# এগুলো ছাড়াও হাইড্রেটিং সিরামে আরও আছে Glycerol, Propylene glucerol, Betain, Serine সহ আরও অনেক অনেক গুলো স্পেশাল উপাদান যাদের কাজ হচ্ছে- স্কিনে পানি absorve করা, ময়াশ্চার করা, বলিরেখার বিরুদ্ধে ফাইট করা, স্কিনকে কন্ডিশন করা, স্মুথ করা, স্কিনকে ফ্ল্যাকি/ডাল/ড্রাই হওয়া থেকে সুরক্ষিত করা সহ ইত্যাদি কাজ।

# আপনার স্কিন যদি ড্রাই হয়, যদি Dull দেখায়, রোগা লাগে, গ্লোয়িং না হয়, যদি স্কিনের হাইড্রেশনের প্রয়োজন হয়, স্কিনের ক্ষত সারিয়ে তুলতে চান, তারুণ্যতা রাখতে চান,  তাহলে আমাদের She Shop এর হাইড্রেটিং সিরামটি অবশ্যই ব্যবহার করে দেখবেন।
এইটা একটা নন-টক্সিক প্রোডাক্ট।

# ব্যবহার- আপনাকে এইটা ব্যবহারে প্রথমে যে সতর্কতাটা রাখতে হবে তা হচ্ছে, আপনার স্কিনের কোথাও যদি কাটা ছেঁড়া, ক্ষত বিক্ষত অংশ, ঘাঁ ইত্যাদি থাকে, তাহলে ঐ অংশে সিরামটা ব্যবহার করবেন না। যদি খুব সেন্সিটিভ আর এলার্জেটিক স্কিন হয়, তাহলেও ব্যবহার করা থেকে বিরত থাকুন। চোখের আশপাশ এড়িয়ে ব্যবহার করবেন। আগে দুই তিন ড্রপ দিয়ে দেখবেন কোনো রিয়েকশন হচ্ছে কিনা।

# আপনার পরিস্কার শুকনো ত্বকে ২-৩ ড্রপ সিরাম নিয়ে পুরো স্কিনে মেখে নিবেন। নিম্নে ১০ মি. অপেক্ষার পর আপনার পছন্দের ময়াশ্চারাইজার দিয়ে নিতে পারেন।